Tuesday, May 28, 2013

অন্ধকারের শেষ সীমানায়

অন্ধকারের শেষ সীমানায় দাঁড়িয়ে থাকে কিছু নৈশব্দটা আর ব্যর্থতা। বেদনারা মাটি জড়িয়ে ধরে ছুটে বেড়ায় আকাশটাকে ছুঁয়ে এপ্রান্ত হতে ওপ্রান্তে। আর আমি মুগ্ধতার ঘোরে কিছুক্ষণ তাকিয়ে থাকি দিগন্তে। অমাবস্যার চাঁদ যেমন স্থির চেয়ে থাকে সমুদ্রের টলমলে বুকে। শেষ রাতে নির্জনবাসী জোনাকীরা ঝাঁকে ঝাঁকে এসে কানে কানে বলে শোকের এ ঘরে না জেগে থেকে নির্জনবাসে চলে এসো। সমাপ্তি টেনে আনো কুমারী পাথুরি প্রানের মৌনতায়।
 

- অপরিচিত মানবী
০৫/০৯/১৩

No comments:

Post a Comment