সকালে
ঘুম থেকে উঠেই দেখলাম সকাল ৭.৩০ এর ক্লাস কেনসেল| খুশিতে উঠে বসে ফেসবুকে
বসে গেলাম খেলতে| রাতে ঘুম না হবার কারণে আবার চোখ লেগে এলো| বড়দা কাজে
যাবার সময় দেখলেন ঘুমাচ্ছি| ঘুমের মধ্যে অনুভব করি কে যেন আমার চুল ধরে
হালকা টান দিচ্ছে| আমি ভাবলাম বাবা| চিতকার করে দাদা কে বললাম বাবা চুল
টানো কেনো? দাদা কানে ধরে উঠায়ে বসিয়ে বলেন চুল না নে কানে ধরেই উঠালাম|
ক্লাসে যাবে কে? আমি দাদার কথার জবাব না দিয়ে তাকিয়ে রইলাম দাদার দিকে|
শুধু তাকিয়ে বললাম ওহ তুই? আমি ভাবলাম বাবা| দাদা আমার মাথায় হাত বুলায়ে
বললেন জলদি রেডি হ|
ঐ অতটুকু মাথায় হাত বুলানতেই অবিকল বাবার স্নেহটুকু খুঁজে পাচ্ছিলাম অনেক| আমার বড়দাই আমাদের সব ভাইবোনের বাবা হয়ে বেচে থাকুন আজীবন অনন্তকাল|
-অপরিচিত মানবী
০৫/২১/১৩
ঐ অতটুকু মাথায় হাত বুলানতেই অবিকল বাবার স্নেহটুকু খুঁজে পাচ্ছিলাম অনেক| আমার বড়দাই আমাদের সব ভাইবোনের বাবা হয়ে বেচে থাকুন আজীবন অনন্তকাল|
-অপরিচিত মানবী
০৫/২১/১৩
No comments:
Post a Comment