Tuesday, May 28, 2013

চাঁদে গ্রহণ লেগেছে

কি ঘুটঘুটে অন্ধকার| জানলার বাহিরে তাকিয়ে মনে হচ্ছে চাঁদে গ্রহণ লেগেছে| কি যেন হঠাত খুব জোরে দৌড়ে চলে গেল| অনেক দেখার চেষ্টা করেও দেখতে পেলামনা| আসলে রাত যত গভীর হয় আশেপাশের শব্দ গুলোও তত স্পষ্ট হয়| পার্কের ওপারে ঝাকড়া ইউকেলিপটাস গাছটার ওপারে জমাটবাধা অন্ধকার আরো গভীরতর হচ্ছে| একটা চিঠি দিয়ে গিয়েছিলো ডাকপিওন সেই কবে| এখনো ডাকবাক্সে খামটি পরে আছে অযত্নে| কখনো কি খুলে পত্রলেখকের পত্রের প্রারম্ভ কথা আর ইতিকথা জানা হবে? ভালবাসার ইতিকথা জানার প্রবল ইচ্ছে থাকা সত্বেও খামটি পড়ে রয় অযত্নে অবহেলায়|
 

কতশত কথা লিখে যাই মাঝে মাঝে তারাও অযত্নে পড়ে থাকে ডায়রির কোনে| ধুলোয় ভরে আছে কালো ডায়েরিত| কলমের কলি ফুরিয়ে গিয়ে আজ আর লিখা হয়না| কত কি ভেবে ভেবে হঠাত ভাবি কে এই আমি? আমি ভেতর ও বাইরের মাঝে ঝুলে থাকা খন্ডবৈচিত্রের উত্সর্গ কাগজের টুকরো?
 

-অপরিচিত মানবী
০৫/১০/১৩

No comments:

Post a Comment