Tuesday, May 28, 2013

সপ্ন দেখা

সপ্ন দেখা আর বাস্তবতা এক নয়। স্বপ্ন দেখব আজীবন। স্বপ্নে আমার মন চলে যায় আকাশে, পাহাড়ে, নদীতে বা সাগরে। আবার সেই মনকে নিয়ে আসি নিজেরই অন্তরে নিজের আয়ত্তে। মনকে আমি কখনো কখনো নিজের নিয়ন্ত্রণে ধরে রাখতে পারিনা। স্বপ্নেও কি পারি? বাস্তবটা এতো কঠিন কেনো?
 

-অপরিচিত মানবী
০৫/১৮/১৩

No comments:

Post a Comment