Tuesday, May 28, 2013

মেঘ হবো না রোদ হবো

মেঘ হবো না রোদ হবো
আমাকেই ভাবতে দাও।
কাছে থাকবো না দূরে রবো
আমাকেই ভাবতে দাও।
এখন শুধু আমি আমি
তুমি তুমি
তুমি আমি আর আমি তুমি নও
আমি গড়তেও পারি
তেমনি পারি ভাঙতে।
 

-অপরিচিত মানবী
০৫/২০/১৩

No comments:

Post a Comment