Tuesday, May 28, 2013

আমার অতীতটা

এই দেখো আমার অতীতটা আমি ঢেকে দিয়ে রুখে দাঁড়ালাম
এখন থেকে যা বর্তমান তার সবটুকু আমার অতীতের আর কোন স্থান কাল পাত্র নেই
তখন যা ঘটেছিল তার আর পুনরাবৃত্তি হবেনা কখনো পুনরায় আর পুনরায়||
 

-অপরিচিত মানবী
০৪/২৫/১৩

No comments:

Post a Comment