যাবার আগে মা হাতের ব্যাগটি দেখিয়ে বলে গিয়েছিল, ব্যাগ ভরে খুশী নিয়ে আসব, 'তুই বসে থাক; তারপর একে একে সবগুলো খুশী তোকে দিয়ে দেব... খুশীদের পেয়ে আবার ভুলিস না আমাকে যেন।'
সকাল গড়িয়ে সন্ধ্যা চলে আসে তবুও মায়ের চাবির গোছার ঝনঝন শব্দ শোনা যাচ্ছে না কেন? ঝাপসা চোখে যতদূর চোখ যায় শুধু রাত্রির ঘন ছায়া, তোমার ছায়া নজরে আসে না কেন? খুশীকে পেয়ে আমি তোমাকে ভুলে যাব কিনা বলেছিলে; আজ তুমিই দেখি খুশী আনতে গিয়ে আমাকে ভুলে গেছো। দরকার নেই আমার খুশীর, তুমি ফিরে আসো মা...।।
-অপরিচিত মানবী
০৫/২৩/১৩
No comments:
Post a Comment