আকাশ ভরা জোছনা দেখে একমুঠো আলো চেয়েছিলাম।সন্ধ্যা পেরিয়ে গেলে দিয়াশলাইয়ের কাঠিতে আগুন ধরিয়ে ঠোঁটে করে আমার দিকে এগিয়ে দিলে, বললে,
'ভাত রাঁধো আগে।'
সেই থেকে জোছনার সাথে কথা হয় না, 'তুমি' এমনই এক বিষাক্ত পাখির নাম।
-অপরিচিত মানবী
০৫/২৪/১৩
'ভাত রাঁধো আগে।'
সেই থেকে জোছনার সাথে কথা হয় না, 'তুমি' এমনই এক বিষাক্ত পাখির নাম।
-অপরিচিত মানবী
০৫/২৪/১৩
No comments:
Post a Comment