Tuesday, May 28, 2013

স্বপ্ন দেখেছিলাম

আমি স্বপ্ন দেখেছিলাম
ভালবাসার কিছু ব্যর্থ স্বপ্ন
কাঁটাতার দিয়ে বাধা এক
শূন্য হৃদয়ের স্বপ্ন
স্বপ্নে বেইমান প্রেমিকের কাছে
সপ্নচিঠি লিখি আমি
স্বপ্নের পাতাটি খুন হয়ে যায়
হঠাত হৃদয়ে রক্তে ক্ষরণে।
আমার ঘুম ভাঙ্গে স্বপ্ন ভাঙ্গে
জেগে উঠে দেখি
কেউ আমার স্বপ্নের ঘরের উঠানে
দুঃস্বপ্নের এক কুকুরের জন্ম দিয়ে গেছে|
 

-অপরিচিত মানবী
০৫/০১/১৩

No comments:

Post a Comment