Tuesday, May 28, 2013

বিষন্নতার সাথে আড়ি

একদিন বিষন্নতার সাথে আড়ি নিব| একদিন ঘুম ভেঙ্গে দেখব কোথাও কোনো দুক্ষ-কষ্ট, দুর্দশা-হতাশা, দারিদ্রতা নেই| একদিন স্বপ্ন দেখব আমাদের বাংলাদেশ সব লোভ-পাপ থেকে মুক্ত হয়ে সুখের সাগরে ভাসছে| কবে আসবে সে স্বপ্ন পূরণের দিন?
 

-অপরিচিত মানবী
০৪/২৬/১৩

No comments:

Post a Comment