Tuesday, May 28, 2013

নবজীবনের রুপকথা

আমার হৃদয়ে ছিলো এক কালো পিচপথ| সে পথে ছিলো এক বিলাসী পাপ| কালো ফুলে ভরে ছিলো সে পথের বাঁক| আমি এক চূর্ণ ছায়ায় খুজি কিছু ছায়া অক্ষর| যার ছায়া বের হয়ে গেছে এক অঘটিত ইতিহাসের বৃত্ত হতে| বৃত্ত থেকে ছায়া অক্ষর তারপর এক বিমূর্ত পথিক|

বাহিরে বৃষ্টিমুখর অন্বেষা| জানলার আরশি দিয়ে বিশাল একখন্ড শুভ্র আকাশ উঁকি দেয় আঁধার হতে| অনিত্যের তীব্র অবহেলায় নড়ে উঠে এক সম্পর্কের অদৃশ্য প্রভাব| সবুজ গাছের পাতাগুলোর ফাঁক দিয়ে বৃষ্টির মরমে ছোঁয়া পায় তার পরম ভালবাসায় মাখা নবজীবনের রুপকথা|

অখন্ড এ জীবনে পিচপথে রহস্য নিয়ে প্রবেশ করে অদ্বিতীয় এক চন্দ্রলোকের পথিক। মমি হয়ে পড়ে রয় আমার সব বিলাসী পাপ।
 

-অপরিচিত মানবী
০৪/২৪/১৩

No comments:

Post a Comment