অনন্ত
আকাশে এক নাটাইহীন ঘুড়ির মত দুরন্ত প্রেম হারিয়ে যায় এক বন্য বাতাসে।
স্বপ্ন ঘুড়ি উড়ে চলে যায় দুরে বহুদূরে| আমি স্বপ্ন দেখি স্বপ্ন ভাঙার নোনা
স্বপ্ন। একটি নির্ঘুম রাত কারো হাতে তুলে দেওয়ার স্বপ্ন। একটা ভয়ঙ্কর
নিঃসঙ্গতাকে সাথী করে প্রতিটা রাত কেটে যায়। আমার স্বপ্ন ঘুড়ি ভিজে নেতিয়ে
যায় বরষার বৃষ্টিতে। মেঘলা আকাশ হতে ছিটকে লুটিয়ে পড়ে সিক্ত মাটিতে। রাত
ঘুমে এখন আর কোন স্বপ্ন দেখিনা। মাঝে মাঝে বেইমান মন আবার একটি স্বপ্ন
দেখার ইচ্ছায় নির্ঘুম রাতে কেঁদে কেঁদে উঠে।
-অপরিচিত মানবী
০৪/০৪/১৩
-অপরিচিত মানবী
০৪/০৪/১৩
No comments:
Post a Comment