Tuesday, May 28, 2013

অথবা কিছুই শুরু হয়নি

হয়ত সব শেষ হয়ে গেছে অথবা কিছুই শুরু হয়নি,
সমুক্ষে অন্ধকার আর অল্প আলোর রশ্মি
আমি বুঝে নেই এ এক অদ্ভুত দৃশ্যসম্পাত।।
আমি গচ্ছিত রাখি তোমার সব স্মৃতি আর অতীত জোনাক
হয়ত একদিন শেষ হবে অন্ধকার রাত, আবার হবে শুরু নতুন প্রভাত ।
 

-অপরিচিত মানবী
০৫/২৫/১৩

No comments:

Post a Comment