দূর আকাশে
দূর আকাশে আধখানা চাঁদ
চাঁদের গায়ে গা লাগায়ে
মেঘ রাতে আর হয়না হাঁটা|
আমার ভালবাসার আধখানা চাঁদ
একলা পথে হাতটি ছুঁয়ে
তার সাথে আর হয়না কথা|
চোখভর্তি শুকতারা আর
বুকভর্তি তার জ্যোৎস্না মেলা
হাত বাড়িয়ে ছুঁতে গেলে
এই আমি আসছি বলে
মন ভুলিয়ে যায় চলে যায়
অন্ধকারে অবহেলে||
-অপরিচিত মানবী
০৫/১৭/১৩
No comments:
Post a Comment