ভালোবাসতে চাইলে
সে আমায় ভালোবাসবেই,
সে ভালোবাসুক না বাসুক
আমার তো তাকেই মনে পড়বে।
অনুভূতির জলরঙে সময়ের ক্যানভাসে আঁকা তোমার মুখমঙ্গি চোখের নাচন গলার স্বর- এইসব সজিব মুহূর্তেরা একদিন গল্প হয়ে যাবার আগপর্যন্ত তোমাকে মনে পড়বেই!
উলট পালট কিছু সময়দের
সামনে রেখে,
ক্ষণে ক্ষণে সে
আমায় মনে করবে।।
সে যখন পদ্মপাতা আর জলের প্রণয়লীলা দেখবে,
আমি তখন
রোদ পাহাড়ের মেঘবরণ রোদে আমার খোলা দরজা গলে,
আমার নরম হাতে,
আমার নুপুর পড়া আলতামাখা পায়ে তার পরশ ছোঁয়া নিবো।।
সকালের শিশিরকণা
ঘাসের ঠোঁটে ঘুরে ঘুরে ঝরে পড়বে, সে আমি চুপিচুপি আমরা আমাদের মনে করব;
সময়ের কুটিল বিবর্ণ চাহনিতে আজ দুজন দুই সিন্ধুপাড়ে,
হয়তো পাশাপাশি কখনো সখনো
তবুও এক শতাব্দি দূরে আমাদের অবস্থান
যেন দুটি ছায়া পাশাপাশি হাঁটছে,
কোনোদিন ঠোকা হবে না আমার এ হাতের আঙ্গুলের ডগা
তোমার আঙুলে।
তুমি তো জানো না, জানলে না,
কতকালের তৃষিত এ হাতে পেতে চায় তোমার হাতের মায়াবি স্পর্শ।
দিগন্তের বুকে পাকা বেলের মত চাঁদ ওঠতে দেখলে আজো চোখ আটকে থাকে প্রতীক্ষায় পুরোনো বুনো কানাগলির দিকে,
তোমার ছায়া যদি ভুল করে মাড়ায় এ আঙিনা, এই দুরাশায়!
হয়তোবা অপেক্ষাদের সকল প্রহর শেষ করে আবার একদিন দুজন দুজনায় ভালোবাসব।।
-অপরিচিত মানবী
০৫/০৬/১৩
সে আমায় ভালোবাসবেই,
সে ভালোবাসুক না বাসুক
আমার তো তাকেই মনে পড়বে।
অনুভূতির জলরঙে সময়ের ক্যানভাসে আঁকা তোমার মুখমঙ্গি চোখের নাচন গলার স্বর- এইসব সজিব মুহূর্তেরা একদিন গল্প হয়ে যাবার আগপর্যন্ত তোমাকে মনে পড়বেই!
উলট পালট কিছু সময়দের
সামনে রেখে,
ক্ষণে ক্ষণে সে
আমায় মনে করবে।।
সে যখন পদ্মপাতা আর জলের প্রণয়লীলা দেখবে,
আমি তখন
রোদ পাহাড়ের মেঘবরণ রোদে আমার খোলা দরজা গলে,
আমার নরম হাতে,
আমার নুপুর পড়া আলতামাখা পায়ে তার পরশ ছোঁয়া নিবো।।
সকালের শিশিরকণা
ঘাসের ঠোঁটে ঘুরে ঘুরে ঝরে পড়বে, সে আমি চুপিচুপি আমরা আমাদের মনে করব;
সময়ের কুটিল বিবর্ণ চাহনিতে আজ দুজন দুই সিন্ধুপাড়ে,
হয়তো পাশাপাশি কখনো সখনো
তবুও এক শতাব্দি দূরে আমাদের অবস্থান
যেন দুটি ছায়া পাশাপাশি হাঁটছে,
কোনোদিন ঠোকা হবে না আমার এ হাতের আঙ্গুলের ডগা
তোমার আঙুলে।
তুমি তো জানো না, জানলে না,
কতকালের তৃষিত এ হাতে পেতে চায় তোমার হাতের মায়াবি স্পর্শ।
দিগন্তের বুকে পাকা বেলের মত চাঁদ ওঠতে দেখলে আজো চোখ আটকে থাকে প্রতীক্ষায় পুরোনো বুনো কানাগলির দিকে,
তোমার ছায়া যদি ভুল করে মাড়ায় এ আঙিনা, এই দুরাশায়!
হয়তোবা অপেক্ষাদের সকল প্রহর শেষ করে আবার একদিন দুজন দুজনায় ভালোবাসব।।
-অপরিচিত মানবী
০৫/০৬/১৩
No comments:
Post a Comment