জ্যোৎস্নার কিছু আলো মেখে নক্ষত্ররা গেছে পুড়ে মধ্যরাতে
সারারাত পাতা ঝড়ে পড়েছে বাতাসে
হয়তোবা হৃদয়ের আলো পেলে তারাও সবুজতা পেতো
অন্ধকার সে রাতে একটা পাখীর পালক খসার শব্দ ভাসে
দুর থেকে মনে হয় নক্ষত্রেরা খসে পড়ে
ওলোট পালোট পড়ে আছে আজ আমার উঠান।
এবার তোমাকে নিয়ে যাবো আমি এক নক্ষত্র খামারে নবান্নের দিন ।
পৃথিবীর সমস্ত রঙ্গিন পর্দাগুলি উড়িয়ে নিয়ে যাবো
বুনে যাবো শেফালির চাড়া
গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যপাড়া
এবার তোমাকে নিয়ে যাবো আমার ফেলে আসা ধূসর বাড়ীতে।
যদি কোনদিন কোনো পৃথিবীর কিশালয়ে ঘুরে আসো
যদি কোনো ভাঙ্গা জানালার আলো
দেখে যেতে চেয়ে থাকো কারো ঘরের ভেতর
আমাকে যাবার আগে বলো তাও নেবো সঙ্গে করে ।
ভুলে যেয়োনা তুমি আমাদের উঠানের কাছে
অনন্ত কুয়ার জলে এক বেওয়ারিশ চাঁদ পড়ে আছে ।।
-অপরিচিত মানবী
০৫/১৯/২০১৩
সারারাত পাতা ঝড়ে পড়েছে বাতাসে
হয়তোবা হৃদয়ের আলো পেলে তারাও সবুজতা পেতো
অন্ধকার সে রাতে একটা পাখীর পালক খসার শব্দ ভাসে
দুর থেকে মনে হয় নক্ষত্রেরা খসে পড়ে
ওলোট পালোট পড়ে আছে আজ আমার উঠান।
এবার তোমাকে নিয়ে যাবো আমি এক নক্ষত্র খামারে নবান্নের দিন ।
পৃথিবীর সমস্ত রঙ্গিন পর্দাগুলি উড়িয়ে নিয়ে যাবো
বুনে যাবো শেফালির চাড়া
গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যপাড়া
এবার তোমাকে নিয়ে যাবো আমার ফেলে আসা ধূসর বাড়ীতে।
যদি কোনদিন কোনো পৃথিবীর কিশালয়ে ঘুরে আসো
যদি কোনো ভাঙ্গা জানালার আলো
দেখে যেতে চেয়ে থাকো কারো ঘরের ভেতর
আমাকে যাবার আগে বলো তাও নেবো সঙ্গে করে ।
ভুলে যেয়োনা তুমি আমাদের উঠানের কাছে
অনন্ত কুয়ার জলে এক বেওয়ারিশ চাঁদ পড়ে আছে ।।
-অপরিচিত মানবী
০৫/১৯/২০১৩
No comments:
Post a Comment