Tuesday, May 28, 2013

জনশুন্যহীন পথ


আকাশটা কালো| বৃষ্টি হচ্ছে| ঠিক সেই "এমন দিনে তারে বলা যায় এমনও ঘোর বর্ষায়|" জানালার পাশে বসে বৃষ্টি দেখি| জনশুন্যহীন পথ ও পার্ক দেখি| কেউ নেই আমি আর মন খারাপ করা ভোর| আকাশের আজ মন খারাপ| আজকে কি শুভ সকাল নাকি বৃষ্টি সকাল?
 

-অপরিচিত মানবী
০৫/০৮/১৩

No comments:

Post a Comment