রাত অধীর দেখে,
কারো হাসি শুনে শুনে
শুয়ো পোকা থেকে প্রজাপতি হয়ে
অচীন এক সুখ উড়ে চলে যায়
দুঃখ বেদনা নিয়ে দূর অজানায়।
পিছু ফিরে না তাকায়।।
-অপরিচিত মানবী
০৫/২৬/১৩
কারো হাসি শুনে শুনে
শুয়ো পোকা থেকে প্রজাপতি হয়ে
অচীন এক সুখ উড়ে চলে যায়
দুঃখ বেদনা নিয়ে দূর অজানায়।
পিছু ফিরে না তাকায়।।
-অপরিচিত মানবী
০৫/২৬/১৩
No comments:
Post a Comment