Tuesday, May 28, 2013

এবং শূন্যতা

কিছু শুন্যতা
আমি স্থির
আমার চিন্তারা স্থির।

তারার পানে চেয়ে থাকি
আর একটা স্বপ্ন আঁকি
দূর আকাশে কালো খুঁজি
আঁধার আলোয় করে পুজি
শুন্য সব শুন্য, শুন্য আমি
এবং তুমি।।

একটা পেঁচা ডানা ঝাপটে
একলা উড়ে কাঁপতে কাঁপতে
শীতল হওয়ায় আমি জমতে থাকি
নিজ মনটাকেও ঝাকি
শুন্য সব শুন্য, শুন্য আমি
এবং তুমি।।

আমি স্থির
আমার চিন্তারা স্থির।
 

-অপরিচিত মানবী
০৪/২২/১৩

No comments:

Post a Comment