Tuesday, May 28, 2013

মানুষের মন

মানুষ বিচিত্র নয়| মানুষের মন ও বিশ্বাস বড়ই বিচিত্র| একবার কোনভাবে ভেঙ্গে গেলে শত চেষ্টায়ও তা জোড়া লাগানো যায়না|

আমরা যখনি কাউকে আঘাত করি তখন আসলে নিজেকেই নিজেকে আঘাত করি| মানুষের প্রতি দেখানো ভালোবাসা আসলে আমরা আমাদের প্রতিই দেখানো অনুভুতি|পৃথিবীতে জন্ম নেয়া প্রতিটি মানুষের সব সুখ আর দুঃখের অভিজ্ঞতার মধ্য দিয়ে এক সময় আমাদের সবার যেতে হবে|
 

-অপরিচিত মানবী
০৫/১৩/১৩

No comments:

Post a Comment