Tuesday, May 28, 2013

বাচাবার প্রত্যয়

আমি নিজেকে শুদ্ধ করতে পারব না।
এভাবেই সারাজীবন চলবে।
এলোমেলো হতাশায় আর শুদ্ধিকরণ হবে না।
হয়তবা একদিন শুদ্ধ হব ধীরে ধীরে।
আর এ যেন হতাশার ডুবন্ত জাহাজের মত নিমজ্জিত আমার মনকে
আমি বাচাবার প্রত্যয় দেখাচ্ছি সন্তপর্নে|
 

-অপরিচিত মানবী
০৩/২০/১৩

No comments:

Post a Comment